বাউফলে গ্রামীণ ফোনের অফিসে ১৯ লক্ষ টাকা চুরি

বাউফলে গ্রামীণ ফোনের অফিসে ১৯ লক্ষ টাকা চুরি

সাইফুল ইসলাম, বরিশাল.লাইভ : পটুয়াখালীর বাউফল পৌর শহরের কলেজ রোডস্থ বাউফল সার্কেল অফিসের পাশের ফ্লাট গ্রামীণ ফোনের পরিবেশক অফিস চুরি হয়েছে। এ সময় অফিসের আলমারিতে রাখা নগদ ৫লক্ষ ৫২ হাজার টাকা, মিনিট কার্ড, এমবি কার্ড, মোবাইল সেট, সীম কার্র্ডসহ ১৯ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
 গ্রামীণ ফোন বাউফল ও দশমিনা পরিবেশক অফিসের ম্যানেজার রেজাউল তালুকদার জানান, গত মধ্য রাতে গ্রামীন ফোন অফিসের জানালার গ্রীল কেটে ফ্লাটে প্রবেশ করে চোর চক্রের সদস্যরা। ফ্লাটের ভিতরে ঢুকে তাদের শয়ন কক্ষের দরজায় ছিটকানি দিয়ে তাদেরকে আটকে রেখে অফিস কক্ষের আলমারিতে রাখা নগদ ৫লক্ষ ৫২ হাজার টাকা, মিনিট কার্ড, এমবি কার্ড, মোবাইল সেট, সীম কার্র্ডসহ মোট ১৯ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় ওই চোর চক্র দল।
 জানাগেছে, অফিস বাউফল ও দশমিনা গ্রামীণ ফোন পরিবেশক কার্যক্রম চলে আসছে। প্রতিদিন মাঠ পর্যায়ে কাজ শেষে সময় স্বল্পতার কারনে কয়েকজন এসই টাকা ব্যাংকে জমা  দিতে পারেনি। কর্মীদের বেতন বোনাস টাকা ও নিরাপত্তা স্বার্থে অফিস ফাইল লকারে রাখা হয়েছিল। এ  সময় চোর চক্র একটি আলমারি ও ১৫ টি এসই লকার ভেঙ্গে ফেলে।
থানার পুলিশ সূত্রে জানাগেছে, পরিবেশক ম্যানেজার রেজাউল তালুকদার বাদী হয়ে ৪৬১,৩৮০ ধারা বাউফল থানায় একটি মামলা করেছে। যার নং ২৩৭ তাং ০৭/০৮/২০১৯ ইং।
 গ্রামীণ ফোন পরিবেশক ম্যানেজার রেজাউল তালুকদার আরো জানান, পুলিশ প্রশাসন তদন্ত করলে আসল রহস্য উদঘাটন মাধ্যমে চোর ধরা সম্ভব।